হাফসিল্ক শাড়ির যত্ন
- 08 February, 2021
- Rumana Rashid
★ হাফসিল্কের শাড়ি স্যাঁতসেঁতে জায়গায় একদম রাখা যাবে না।
★ হাফসিল্ক শাড়িগুলোতে ন্যাপথালিন বল না রাখাই ভালো। এতে শাড়িতে ন্যাপথলিনের গন্ধ বসে যেতে পারে।
★ঘন ঘন ধুবেন না, ব্যবহার করার পর ঘামে ভেজা অবস্থায় রাখবেন না অবশ্যই হালকা রোদে শুকিয়ে রাখবেন।