কাঠের গহনার যত্ন 🍂

  • 24 January, 2021
  • Rumana Rashid

 গহনা এমন একটা জিনিস যেটা খুব যত্ন করে রাখতে হয়। আজ আমি কাঠের গহনার যত্ন সম্পর্কে কিছু কথা বলবো।

১. কাঠের গহনা কখনই ভেজা বা স্যাঁতস্যাঁতে জায়গায় রাখা যাবে না। তাহলে তারাতারি নষ্ট হয়ে যাবে।

২. পরিধান করার পর ঘাম সহ গয়না খুলে রাখবেন না। নরম পাতলা কাপড় দিয়ে ঘাম মুছে বাতাসে একটু শুকিয়ে তারপর রাখবেন।

৩. গহনার উপরে সরাসরি পারফিউম স্প্রে করা থেকে বিরত থাকুন এতে গয়নার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়।

৪. কাঠের গহনা পলি বা টিস্যু দিয়ে মুড়িয়ে টাইট বক্সে রেখেদিন। মাঝমাঝে গহনা বের করে হালকা রোদ বাতাস এমন স্হানে শুকিয়ে নিন এবং সেইসাথে একটু পাতলা কাপড় দিয়ে আস্তে করে মুছে নিন।

৫. কাঠের গহনার উপর পানি না লাগলে অনেকদিন পর্যন্ত টিকে। পানি যদি লেগেই যায় নরম কাপড় বা টিস্যু দিয়ে মুছে একটু শুকিয়ে নিন।

৬. কাঠের গহনার সাথে মেটালের গহনা না রাখাই ভালো। একটু যত্ন করে রাখলেই আপনার পছন্দের গহনা অনেকদিন ভাল থাকবে ইনশাআল্লাহ। 😊