কাঠের গহনার যত্ন 🍂
- 24 January, 2021
- Rumana Rashid
গহনা এমন একটা জিনিস যেটা খুব যত্ন করে রাখতে হয়। আজ আমি কাঠের গহনার যত্ন সম্পর্কে কিছু কথা বলবো।
১. কাঠের গহনা কখনই ভেজা বা স্যাঁতস্যাঁতে জায়গায় রাখা যাবে না। তাহলে তারাতারি নষ্ট হয়ে যাবে।
৩. গহনার উপরে সরাসরি পারফিউম স্প্রে করা থেকে বিরত থাকুন এতে গয়নার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়।