হ্যান্ডপেইন্ট ফেব্রিকের যত্ন করার কিছু নিয়ম

  • 23 May, 2021
  • Rumana Rashid

১: হ্যান্ডপেইন্টেড কাপড় কেনার পর ব্যবহারের আগে একবার উল্টো পিঠে আয়রন করে নিলে ভালো হয়। ২. হ্যান্ডপেইন্ট কাপড় হ্যান্ডপেইন্ট করার পর ১ মাস না ধোয়াই ভালো। তাতে করে রং এর উজ্জ্বলতা ঠিক থাকে। ৩: কাপড়টি ধোয়ার সময় শ্যাম্পু বা হালকা ডিটার্জেন্ট ব্যবহার করতে হবে। বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না। ৪: সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যপার হলো ধোয়ার সময় কাপড়টি চিপবেন না বা নিংড়াবেন না।। একে কাপড়ে ব্যবহৃত রং ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ৫: ধোয়া শেষে পানি ঝরাতে কাপড়টি ঝুলিয়ে রাখতে হবে। ৬: খুব ভালভাবে হাল্কা রোদে শুকিয়ে নিতে হবে। কড়া রোদে রং এবং কাপড়ের উজ্জ্বলতা নষ্ট হয়ে যেতে পারে। ৭. কাপড়ে মাড় না দেয়া ভাল। অনেক সময় মাড় দিলে রং ছড়িয়ে যাওয়ার সম্ভবনা থাকে। ৮. আয়রন করার সময় উল্টো পিঠে করতে হবে অথবা অন্য কোনো কাপড় রেখে আয়রন করা ভালো। সরাসারি রং এর উপর করলে রং সহজে নষ্ট হয়ে যেতে পারে। হ্যান্ড পেইন্ট এর কাপড় যত বেশি আলতো ভাবে ব্যবহার করবেন, তত বেশি ভাল রাখতে পারবেন। মাঝে মাঝে রোদে দিতে হবে। এবং ব্যবহারের পর বাতাসে শুকিয়ে রাখতে হবে। উপরের নিয়মগুলো অনুসরণ করলে হ্যান্ডপেইন্ট দীর্ঘ সময়েও নষ্ট হবেনা ইনশাআল্লাহ ।